আমি পরেছি প্রেমে তোমারি ওগো,
আমি মুগ্ধ তোমার ঐ না রুপে!
আমি ভালো বেসেছি গো,
সুধু তোমাকে!
কতো না সুন্দর করে বানিয়েছে,
আল্লাহ তোমাকে!
তোমার প্রেমে পরে কতো জনে,
লিখিলো কবিতার ছন্দ!
আমি তোমায় ভালোবাসি মাগো,
তুমি যে আমার ধরণীর প্রকৃতি!
আমি বিশ্ব ব্যাপি খুঁজি মাগো,
তোমার ও না ছবি!
তুমি যে আমার প্রকৃতি মা,
পৃথিবী জুড়ে তুমিই তো মা জননী !
আজও তুমি চোখে পরোনি করো,
মা গো তোমার এই রুপ দেখিয়াছি আমি!
তোমার সবুজে ঘেরা আঁচলের নিচে,
লুকিয়ে রাখগো মোরে!
আমি তোমার প্রেমেতে মজেছি ওগো,
দেখিয়া তোর ঐ রুপ চোখ ফিরাতে
পারিনি তো আমি!
বৃষ্টিতে ভিজে নতুন সাজে সাজো গো তুমি,
গায়ের ধুলা কণা বৃষ্টির জলে দাও আহুতি!
তুমি যে আমার প্রকৃতি মা জননী,
মায়ের দুদ্ধো ছারা যেমন বাচে না সন্তান,
তেমনি প্রকৃতি মা তোমার বাতাস ছারা বাচে না
জীব সন্তান,!
আলো দিছো বায়ু দিছো,
দিছো কতো কী?
মায়ের ঋনের মতো আমি তোমার ঋন
সুধাতে পারবো নি!
আল্লাহ, আমার অংঙ্গ ভরেছে মাগো,
তোমার মাটি দিয়ে!
আমি তোমার কাছে ঋনি,
যেমন ঋণি আমার গর্ভ ধারনীর কাছে!
আমি পরেছি প্রেমে তোমারি ওগো,
ভালোবেসে তোমাকে ডাকবো আমি,
প্রেম প্রকৃতি বলে!
আমি বাসবো ভালো মাগো,
এপারে থাকিবো তোমারি কোলে,
থাকিবো ওপারে আমি তোমার বুকে!
ভুলিবো না আমি এ জীবনে,
তুমি আমার মা জননী!
বলিবো উচ্চ স্বরে,
আমি পরেছি তোমারি প্রেমে!
সবুজ রং এ রাঙিয়েছো তুমি,
এই পৃথিবী টা কে!
............।