হাসি মুখে করিলা বিদায়,
তবুও আখিতে কেন নয়নতারা?
বলছো না কথা মন খুলে,,
লুকাচ্ছো কিছু আমায় হতে,,
জানো কী গো প্রিয়?
চোখ মিথ্যা বলতে পারে না।
তোমার ঐ চোখের নীরে,
রনির মনে বৈশ্বানর জ্বলে।
কেমনে বুঝাই প্রিয়,
আমার তমসার অম্বরে,
তুমিই ভাস্কর জ্ঞাত হোক সর্বলোকে।
তুমি আমার তমিস্র রাতে,
নীল গগণের ঐ শশধর।
একটু দেখো ভেবে প্রিয়,,
আবার আসবো ফিরে তোমার তরে,,
এই মুক্ত গগণের নিচে।
তুমি তো আমার বিহগ
তোমায় ছেরে কেমনি কাটাবো দিবাকর,,
মন খারাপ করো না,,
অতিজলদি আসবো তোমার নিকট।
পোষা পাখি