নাই টাকা কড়ি,,
মাথায় রীণের বোঝা ভাড়ি,,,
চলিছে না পা পথের সারিতে,,
কেমন জানি থমকে আছে সব,,,
এক অতভূত মায়াতে,,
যে দিক পানে চাই,,
ধুয়াশা লাগে সব হায়"
পাল্টাবে কী এ রং,,,
বড্ড জানতে ইচ্ছে হয়!
হতাশার বুকে বাসা বেঁধে,,
ভাগ্যের দোহায় দিয়ে,,
কতো দিন বইবে বল,,,
অবসান কী ঘটবে না জীবনের?
পরিবর্তনের লক্ষ্যে কর্ম করে যে,,
তার দিকে তাকিয়ে দেখো,,
মুক্ত একটা হাসি দিবে,,
সব ক্লান্ত মুছে দিন শেষে।