কিছু কিছু ইতি কথা আবার হোক না শুরু,,
এতোটা পথ আসতে গিয়ে কেউ ছিটকে পরছে পিছে,,
কেউ বা কর্ম ঘরে খাটে সংসার বাঁচাতে,,
কেউ নবোবধু হয়ে গেছে স্বামীর ঘরে,,,
সকলের কথা ভেবে চলো,,
আবার ফিরে যাই শৈশব কালে,,,
গাঁয়ের সেই ছোট স্কুলে,,,,
আজো মোর পরে মনে,,
শৈশবের কথা,,,মনেতে লাগে ব্যাথা,
আহ্,,,
যদি আবার যেতে পারতাম ফিরে,,
গাঁয়ের সেই প্রাইমারি স্কুলে,,
তখনে ভাবিয়াছি কবে পার হবো,,
স্কুলের চৌকাঠ,,
পেরিয়ে চৌকাঠ,, করেছি বিরাট ভুল,,
এখন কেমনে যাবো ফিরে চৌকাঠের ভীতর,,
যারা ছিলো সাথী,,হারিয়েছি সবি,,
দু একজন আছে বুঝি বাকি,,,
আসা যাওয়ার পথে কেউ বলে কথা,,
কেউ বলে না,,,,
ইশ,,যদি আবার যেতে পারতাম,,
প্রাইমারি স্কুলে,