অভীমানি সুর  অনেক বহু দূর,
উড়ে গেছে পাখি নতুন কোনো নীড়ে,,
আসবে না আর ফিরে শত চেষ্টা  করলেও।

কোনো এক বাঁধনে রইয়েছে বাঁধা,,
ছুটিলে সে বাঁধন মৃত্যু  অবধারিত,,
তবুও অজানা  এক সুর বলে,,
বহু অভীমান  চাপা এ হৃদয়ে।

করি কার সনে এই অভিযোগ  গুলো,
পাখি যে হাত ছারা মোর,,
গিয়েছে পাল্টে  সব সময়ের তালে।

অভীমানি সুর অনেক বহু দূর,
করি কামনা সুখ রও সর্বদা,,
করিও না ভাবনা আমার লাগি,,
হয়তো আছি প্রচুর মিথ্যা  সুখের
অন্তরালে।

হৃদয়ের কোনো এক কোঠায়,,
পরে রবে সব ধুলো জমে যাবে স্চৃতিতে,
মরিচা পরে ক্ষয়ে ক্ষয়ে যাবে,,
যতো অভীমান অভিযোগ,,
অভীমানি সুর অনেক বহু দূর।

(সংক্ষিপ্ত)