বেহায়া মন খুঁজে তারে সারাক্ষণ,,
না দেখেছে তারে দুটি আঁখি,,
তবুও মনের মাঝে আঁকানো ,
তারই ছবি,,,,।

হাজার মানুষের ভীরে,,,
তারে খুঁজি আমি নীরবে,,,
সত্যই কী আছে সে,,?
যার ছবি হৃদয়ে টানানো।

নাকি কল্পনার  যাদু ঘর,,
স্বপ্নের সুখ বিলাশ,,,
বাস্তবে ধুয়াশা,,
আদৌও  কী সম্ভব  তাকে পাওয়া?

হিয়ার নীড়ে বাঁধিছে বাসা,,
এক না দেখা মায়াবতী,,
তার প্রেমেতে মগ্ন  আমি,,
তারেই খুঁজে বেড়াই সবখানে।

জানে মন খোঁজ  মিলবে না এখন,
তবুও অবুজ শিশু সে ধরিছে বায়না,,
তাকেই পেতে হবে বাস্তবে,,,।