কাকেরা আসুক ফিরে,,,,
মাঝ রাতে শিয়ালে ছারুক হাঁক!
বাজ উড়ুক আকাশ জুরে,,
মরা গরু খাক শকুনে মনটা ভরে!

আবার আসুক তারা ফিরে,,
নবান্নের এই দেশে!
ভরে যাক নদী  ছুটুক পালতোলা তরী,,
মাছেরা আসুক ছুটে সাগর পেরিয়ে!

আবার সাজুক বাংলা,,,
তোমাদের নিয়ে পুরানো রূপে নতুন করে!
আড্ডা যমুক উঠানে দিনের শেষ প্রহরে,,,
গল্পে আবার যাবো মেতে সকলে!

গাছে  ভরে যাক ফুল ফলে,,
মন ভরে যাক ঘ্রাণে আর শীতল বাতাসে!
দেশে ফিরে আসুক যারা হয়েছে দেশান্তরি ,,,
সকলের সাথে আবার চলবো মোরা হাসি খুশি!

বন্যপ্রাণীতে বন ভরে যাক,,,,
শূন্য আকাশ সাজুক   ঈগল চীলে!
জলে যাক ভরে পদ্মা মেঘনা যমুনা,,,
ময়ূরপঙ্খি  চলুক  ধীরে ধীরে!

ছেলে মেয়েরা যাক খেলার মাঠে ছুটে,,
আবার আসুক ফিরে বাউলেরা!
আউল বাউল জারি সারি,,
গেয়ে যাক নদীর পথ ধরে!

গ্রামের পথে চলুক পালকি,,,
বেহারাদের কন্ঠে আসুক গান হুন হুনা হুন!
রাখালের বাঁশির সুর আসুক ভেসে,,,,
তেপান্তরের ঐ মাঠ পেরিয়ে!

ফসলে ভরে  উঠুক কৃষকের গোলা,,,
শান্তির ঘুম ঘুমাক তারা তাদের ভাঙ্গা গৃহে!
প্রভাতে মসজিদের মাইকে আসুক ডাক ফের,,,
কুরআন শিক্ষার জন্য সন্তানকে মক্তবে  পাঠাও!

ধর্মের দোহায় দিয়ে বিবাদ না কসে,,,
মিলে মিশে থাকুক তারা নবান্নের  এই দেশে!
আসুক ছুটে সকলে ডাকছি বাংলার জমিন থেকে,,,
এটাই তোদের বসত বাড়ি সন্দেহ  নাই তাতে.!

বাংলায় রয়েছে স্মৃতি  তাদের পূর্ব পুরুষদের,,,
হক আছে সকলের বাংলার জমিনে!
আসুক ফের সকলে  থাকিবো এক সাথে,,,,
দেখবে বিশ্ব কী মায়া বাঙ্গালীদের অন্তরে!

( সংক্ষিপ্ত)