নারীতেই বাঁধা জগৎও মায়া,
নারীর টানে ঘরে ফিরা।
নারী বড়ই রুপবান,
নারীর প্রেমে  যে পরছে।
হইয়াছে বড় নয়তো নিঃস্ব,
নারীই সুখের বাসা।
নারীই দুঃখের কারণ,
।।।
নারী যোগায়  শক্তি  পুরুষের,
নারীই দুর্বলতা হয় পুরুষের।
নারী খুবই শান্ত,
নারীই অগ্নি।
যেমন গড়ে তুলে নারী,
তেমনি ধংস করেও নারী।
।।।
নারীতেই শান্তি,
আবার নারীতেই অশান্তি।
নারীই দেয় সম্মান,
নারীই করে অসম্মান।
নারী বহুরূপী।
।।
নারী ধংসের মূল কারণ,
নারী নিজে,দেখো না ভেবে।
গাই না নারীর শ্লোগান,
আমার দৃষ্টিতে, আমিই মহান।