কেমনে গড়ছে মানুষ,
প্রভু নিজ হাতে।
হাজারো মানুষ দেখি পৃথিবীর বুকে,
কারো সাথে কারো মিলে না ছুরাতে।
মানুষ একটা কিছু তৈয়ার করলে,,
মিলে যায় কিছু না কিছুর সাথে।
আমার রবে মাটি দিয়া বানায়ছে,
কতো আদর করে ভীন্ন ভীন্ন ভাবে।
সব কিছু সৃষ্টি করিলো তিনি,
কুন ফিয়া কুন বলে।
মাটির মানুষ সৃষ্টি করলো স্ব হস্তে,
শ্রেষ্ঠত্ব দান করিলো মানব জাতিকে।
মাটির আদম কে সিজদাহ্ করিলো,
ফেরেশতা ছিলো যতো একজন বাদে,,
শয়তান হলো সে আদমকে,
সিজদাহ্ না করার কারণে।
কতো সম্মান দিছে আল্লাহ ভেবে দেখো না,,
মানুষ হইয়া গর্ভ করো,,
মানুষের কাজ তো করো না।
ফিরে আসো নবীর দেখানো পথে,
এসে সকলে প্রভুর সনে।