দেখীলাম চেয়ে নিঝুম রাতে অন্ধকার ঐ নীলচে আকাশে দিকে!
আহা, কেহো নেই আজ আমার পাশে!
আজ আকাশের ঐ চাঁদ ও যেনো মুখ লুকিয়ে কাঁদে.
আকাশের তারা গুলো আজ কয় নারে কথা,
আমার দুঃখে যেনো সবাই পেয়েছে ব্যাথা!
অন্ধকার ঐ নীলচে আকাশের নিছে আজ আমি বড়ই একা।
মেঘের কান্না যেনো আজ বৃষ্টি হয়ে ঝরছে,
আমার দঃখে মায়াবী আকাশ ও যেনো কাদছে!
তবুও কেনো মায়া লাগে না সেই খোদার কাছে,
যিনি সৃষ্টি করেছে ভুবন মাঝে মোরে!
এতো ভালোবাসি তারে সে ক্যনো বাসে না মোরে?
রাত্রি শেষে যেনো নতুন সূর্য উঠে,
রনি বলে কেঁদে আমার আকাশ আজ দুর্যোগের ঘনোঘটা,
কে দিবে আশা আমায় কে দিবে সান্ত্বনা?
কতো আকুল মিনোতি আমার ঐ খোদার কাছে,
যেনো সে আমায় একটু ভালোবাসে!
দু চোখের জল পরছে মোর মাটি ময়,
তাইতো আকাশের এতো মায়া লাগছে যে হায়!
মায়াবি আকাশ রবে ভুবন ময়,
থাকবো না আমি সুধু এই আকাশে নিছে......