তুমি তো থাকতে চেয়েছিলে,,
আমি তোমায় রাখতে পারি নি!
এ নীড় বড়ই ক্ষুদ্র,কষ্টদায়ক,,,
যা তুমি সহ্য করতে পারবে না!
পিতৃ-মাতৃ স্নেহ হারা হবে,,
স্ব- জনদের চোখে, বিষের বান সুরে!
হৃদয়ের কোনে ঘুণ ধরবি,,
কুরে কুড়ে খাবে স্মৃতিতে।
আমারও তো মন চায়,,,
বেধে রাখি অন্তরে!
বহু ভেবে পেলাম যা,,,
দূরে থাকাই উত্তমের হবে.!
বিধীর বিধান,,,
মানতে তো হবেই,,
জোড়া তো তিনি বাধাইছেন,,,
আসমানে বসে!