আজ নিশী রাতে ঘুম আসে না চোখে,
দুয়ার খুলে দেখি জ্যোৎস্নার
আলোয় আলোকিত রাত,,
দেখা যাচ্ছে ভালো  ভাবে পথ ঘাট,।

আকাশের তারা গুলো ছুটা ছুটি করছে,
ঝী ঝী পোকায় মন দিয়ে গলা ছেরে
গান গাইতাছে ঝোপে,
মাঝে মাঝে শিয়াল হাক ছারছে জোরে,,,।

চাঁদের জ্যোৎস্না পড়িছে পুসকুনির জলে,
ঝিকিমিকি করছে জল হালকা ঢেউয়ে,
পৃথিবীটা  এখন নীরব সকলে ঘুমের দেশে,,।

ঘুম নেই শুধু আমার দুটি নয়নে,,
আকাশের দিকে তাকিয়ে ভাবছি,
সেদিনো ছোট ছিলাম  মায়ের কোলে
বসে থাকতাম,,।

এখনি হইছি বড়,,মাথার চুলে পাক
ধরছে আর কতো!

বাচবো আর ক দিন,
এটা ওটা ভাবিতে ভাবিতে চোখ হতে
জল পড়ছে গড়িয়ে,
আর কি হে পাবো ফিরে এমন রাত,,