আমি তো হারিয়ে যাবো,
না বলে,মরুভূমির বালুচরে।
আমি তো চলে যাবো,
না বলে,না ফেরার দেশে।
খুজবে না আমায় কেহো,
মায়ার এই ধরায়,জানে কেটে
দিয়েছি মায়ার রশি।
ডাকবে সেদিন হাজার,
সারা দিবো না আমি।
আমি তো চিরো নীদ্রায় যাবো,
যেমন আছে লোকা লয় থাকিবে তেমন।
বাশ ঝাড়ে হতো হবে আমার কবর,
আপন পর সব ছারিয়া একলা একলা
দেহ ক্ষাণি রেখে চলে যাবো, না
ফেরার দেশে।
বলে রনি ভেবে বিশ্ব বাসির কাছে,
কে কখন চলে যাবো আমরা,
না ফেরার দেশে তা কেউ জানে না।
জানে যেই জন,
তার কাছেই করো আবেদন।
থাকিতে এ ভবে,
সুখে শান্তিতে।,,,,