দেখিলাম তাকিয়ে নিচু ভবনে,
এক রুপসী নারী আছে দারিয়ে।
হায়,
তাহার কাজল কালো
জল ছলছল আখির চাহনী,
মায়া ভারা কুকীল কন্ঠ শ্বর তাহারি।
আমি অধম দাড়িয়ে আছি,
কয়েক কোস দুরে!
তাকিয়ে আছি তাহারও পানে,
লাগে ভয়,কেউ যদি দেখে লয় আমাকে!
আছি নারীর পানে তাকিয়ে,,
সম্মান  ক্ষয় করিবে মানুষ না বুঝে!
তাই ভাবিয়া,দুরে রহিয়া দেখিতাছি,
ঐ রমনীকে!
আছে সুন্নতি লেবাছ গায় তাই
আখি ছারা আর কিছু দর্শন
নাহি করিতে পারি তার।
অনেক চিন্তা করিয়া ভয়ে ভয়ে
ক্ষানিক কাছে গিয়া বলিলাম
কিছু কথা,,
এ সময়ে গুরুজন  ডাকিয়া নিয়াগেলো
কক্ষে তাহার।
করে কক্ষের কাজ নিবারন,
বাহিরে আসিয়া খুঁজিলাম
ভবনের কণে কণে।
পাহিলাম না আর তাহাকে,
হিয়ায় পেয়েছে মোর অনেক ব্যাথা,
প্রেম সাগর এ সাতার দিওয়ার
লগনো আসিয়াছে বুঝি মোর।
,,,,,,।