আমিও বলছি হেকে
শুনো শুনো মন দিয়ে।
দারিয়ে দুয়ারে আমি
ডেকেছিলাম যে জোরে!
কে আছো কে আছো
ঘরের ভীতরে!
দেখো দেখো দেখো
ঘরের দার খুলে!
মধ্য প্রহরে আসিয়াছি আমি
মেঘের ছায়া বিহীন
কাঠ ফাঠা রৌদ্রের মাঝে!
💥💥💥💥💥💥💥
আমি আরো বলছি হেকে
শুনো শুনো মন দিয়ে।
এক পা দু পা ফেলে
পথের পর পথ পারি দিয়ে!
অনাহারে  দিবারাত্রি  হেটে
আসিয়াছি তোমাদের মাজে!
দার খুলো দার খুলো
বলেছিলাম জোরে!
🌹🌹🌹🌹🌹🌹
আমি বলছি আরো হেকে
শুনো শুনো মন দিয়ে!
দার খুলেনি কেহো
অভাগা কপাল পুরা!
ফিরে আসি আমি
এই রৌদ্রের মাঝে!
যেতে যেতে বলি
মানব এর দার সকল
বন্ধো  বুঝি আমারি লাগি!
প্রভুর দার খুলা জানি
তার দরবারে করি এ মীনুতি!
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
সকল কে জেনে রাখে
তিনি হাসি খুশি!
এ জগতে।।।।