যেই গ্রামে কেটেছে  আমার,,,
শিশু কাল শৈশব কিশোর কাল,,
হয়তো ঐ গ্রামের মাটিতে  হবে
আমার আসল ঘরখানি।

কিন্তু দিন কয়েকের  মাঝে,,
ব্যস্তার ভীরে ভুলে গেছে আমায়,,,
আমার মূল্যবান জন্মভূমি,,
যেথায় আমার পূর্ব পুরুষের ভিটেমাটি।

যেই গ্রামে রয়েছে আমার,,
অগুণিত মায়া ভরা স্মৃতি।
ঐ গ্রামে রয়েছে  আমার বাড়ি,,
তার উঠান ধারে মাটির ঘর শুয়ে আছে,,,
দাদা জান আমার প্রিয় ছিলেন যিনি।

দাদিও আছে আমার,,,
কবর স্থানে শুয়ে,,,
ঐ একই গ্রামে।

আমার গ্রাম অনেক ভালো,,,
ভালো মানুষ  জন,,,
আপন তারা সকলে আমার,,,
কারণ গ্রাম যে আমার
আর একটা পরিবার।

বাংলার বুকে বয়ে যাওয়া,,
ঈশামতি নদীর দুই তীরে,,,
গড়ে উঠেছে যে বিশাল গ্রাম,,,
ঐটাই আমার গ্রাম,,
ছৌট রঘুনাথ পুর।