ইতি হলো কতো কাব্য গীতি
ইতি হলো কতো না জানি
বিশ্বের গেনী গুনি লোক,
ইতি হলো রবি ঠাকুরের জীবন
কাজি নজরুল বলে আমি ইতি হলে
কবর দিও মসজিদের পাশে,
রনি বলিলো কেঁদে কী হবে এই জীবনে
ইতি হয়ে যাবো তো সবার মতো,
রেখে যাবো তাদের মতো কিছু কিছু চিতি
তোমাদের মাঝে ইতি হওয়ার পূর্বে,
দেখো ধরনীর দিকে তাকিয়ে হয়তো বলছে ডেকে
আমিও যাবো একদিন ইতি হয়ে,
সুধু রবে পরে ভালো মন্দের ডন্ড কেবা
কবে কখন করেছিলো কিতা,
লিখা থাকবে সেথা,
মন থেকে মনে হারিয়ে যাবো সকলের মাঝ থেকে,
ভালোবাসাও সময়ের টানে একদিন ইতি হয়ে যাবে,
পরে থাকবে কিছু চিতি,,,,,