কথা ছিলো অনেক,,
সময় ছিলো না হাতে,,
অসময়ে ছারলাম তরী,,,
যেতে আপন নীড়ে।
কতো কথা রয়েছে জমা,,,
বলবো বলবো করে,,,
আর হয়নি কখনো বলা,,,
লেখা হয়নি কিছু ডায়রির পাতা জুড়ে।
উপন্যাসেরর বইটা মনেই রইলো জমা,
হলো না দেওয়া তেমন কাউকে,,
সকলেই তো নিজ স্বার্থ খুঁজে,,
আমিই বা বাদ যাই কিসে!
ঘুমে বিভোর নীশি,
জেগে পার করি,,,
বললো না কেউ এসে,,,
ঘুম কেন আসে না চোখে?