শেষ বিদায়ে এসো দেখিতে,,
ফেলো পানি কপোল গড়িয়ে,,
কে আছে আমি ছারা শান্তনা দিবে।
শেষ বিদায়ে এসো দেখিতে,
আর কভু হবে না দেখা,
আসা যাওয়া পথের মাঝে, ধূলির এ ধরার মাঝে।
হাজারও স্বপ্ন আশা অপূর্ণ রেখে,,
যাবো চলে মায়ার বাঁধন কেটে,,
জীবন নদীর ঐ পাড়ে, আর হবে না ফিরা এপারে।
বলি এ কথা সদা সত্য,,
যেতে হবে চলে এসেছে যারা ভবে,,
রইবে না কেউ থাকিতে চিরতরে ।
শেষ বিদায়ে এসো দেখিতে,,
থাকিবো ঘুমে একেলা আমি,,
বাড়ির ঐ উঠানে, চারি পাশে শতজনের ভীরের মাঝে।
সেই বিদায়ের বেলা,,
আসিও একবার ব্যাথা শত নিয়ে বুকে,,
আমারও পানে।
আমি থাকবো তোমারি অপেক্ষায়,
মরণ হবারও পরে।