ক্ষণিকের এই সুখের সময়
যাবে গো হায় চলে,
মায়ার এই বাঁধন যাবে গো ছিড়ে।
পরে থাকবে অতীতের কিছু কথা
ডায়রির পাতা জুড়ে,
হাসি মজা আর কিছু দুঃখের কাহিনি
থাকিবে তাতে লেখা।
ছন্দের যাদুঘর সাজানো থাকিবে
ডায়রির পাতা জুড়ে,
কে কী করেছে কবে তার কিছু কথা
লেখা থাকিবে সেখানে।
কবির কবিতা, প্রেমের কিছু বানি আমি
জানি থাকিবে লেখা
ডায়রির পাতা জুড়ে,
ভালো মন্দ সপ্ন কিছু যাবে ছুয়ে তাতে।
ডায়রির পাতা সাজাবে ধীরে ধীরে
বসে একাকী নিরালায়,
রাখিবে সিন্দুকে কেউ না যেনো দেখে
ডায়রির পাতায় কী লুকানো আছে।
জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আর
কিছু গল্প কথা থাকিবে লেখা,
ডায়রির পাতা জুড়ে।
ডায়রির পাতায় পাতায় লেখা থাকিবে
ইতিহাস কিছু,
ভবিষ্যতের ছুঁয়া লাগিবে যে হায়।
আবেগ বিবেগ প্রেম ভালোবাসা
থাকিবে ডায়রিটার গায়ে মাখা,
সময়টা পালটে যাবে,
ডায়রির পাতা শেষ হবে কী হবে না
তাতে কী যায় আসে।
নয়নের আলো নিভীয়ে নিদ্রায় যাবে
যে চলে,
কয়েক দিন পর ধুলো জমে যাবে ডায়রিতে।
লেখবে না আর কেউ কোনো কথা
ডায়রির পাতা জুড়ে,
হয়তো বা কোনো একদিন ডায়রিটা
কেউ নিবে হাতে তুলে।
মনের আবেগে আর রহস্য করিতে প্রকাশ
কী লেখা আছে,
ডায়রির পাতা জুড়ে।।।
...............।