স্বাধীনতার গান গাহিছে যারা,,
লুকালো কোথায় দিচ্ছে না ধরা,,
মুখ বুঝে ঘরের কোণে ছিলো যারা,,
যুদ্ধ শেষে তারা বীর যোদ্ধা।
যারা উঁচুকন্ঠে সেদিন দিয়ে ছিলো ডাক,,
আজ তাদের কোথাও দেখা যাচ্ছে না,,
যারা ছিলো মুখ বুঝে, যুদ্ধ শেষে,,
তারা স্লোগান দিচ্ছে স্বাধীনতা বলে।
আমি আমারে খুঁজিলাম তাদের মাঝে,,
খুজে পেলাম নিজেকে ৭১ আর ২৪শে,,
যারা দেশ ও দশের প্রয়োজনে আসে বার বার,,
রাজপথে আর রণক্ষেত্রের ময়দানে।
আমি আমাকে পেলাম শত বাঙ্গালীদের মাঝে,,
খুঁজে পেলাম ১৮ কোটি বাংলাদেশীদের মাঝে,,
শুধু পেলাম না খুঁজে তাদের মাঝে,,
যারা বলে আমিই ছিলাম মহানায়ক দূরদিনে।