যাদের  সাথে  কাটিয়েছি,
হাশি খুসিতে সারা নিশী দিন।
যাদের সাথে জীবনের পথ চলেছি,
অল্প  কিছুক্ষণ।
বিপদে যাদের পেয়েছি সবার আগে,
আপন জন না হয়েও!
হয়েছে যারা আপন আমার।
তারাই তো বন্ধু  আমার!
স্কুল জীবনের বন্ধুগুলোর স্মৃতি ,
জীবনে যায় নারে ভোলা।
হয়তো তাদের যাইরে  ভুলে,
সময়ের টানে,নিয়তির ব্যবধানে,
সংসারের  হাল  ধরতে গিয়ে, পথো মাঝে।
স্মৃতি  গুলো থাকে পরে,
হিয়ার ভীতরে।
হয়তো বহু বছর পর দেখা হলে পথোমাঝে,
চিনবো না কেউ কাউকে।
মনের বিবেগ হয়তো একটু জানান দিবে
তার সাথে কথা বলার পরে,
দু নয়নের অশ্রু জল পরিবে
কোপল গড়িয়া।
পাই নারে ভেবে এই সকল বন্ধুদের
কী করে যাবো ভুলে।
আল্লাহর  কাছে  আমি এই কামনা করি,
সকল বন্ধুদের যেনো সুস্থ রাখে মাটির এই
ভুবনে।
হাশি খুসিতে   পার করে যেনো প্রভু,
সুন্দর  এই জীবন।