বাংলার ঐ নীলচে আকাশে তোমার ছবি ভাসে,
বাংলার ঐ ঝর্ণার শব্দ থেকে তোমার কন্ঠধণী আসে।
বাংলার বাতাসে তোমার বাণী ভাসে,
বঙ্গের বন্ধু তুমি বঙ্গবন্ধু।
তোমার স্মৃতি ভুলবে না জানি বাঙালি জাতি,
তুমি আশা দিলে তাই সাহস পায় শত শত জনতা।
তুমি ছিলে তাই স্বাধীনতা পায়,
নির্যাতিত এ বাংলা।
মুজিব তোমায় ভুলবে না বাঙালি জাতি,
আজও তোমায় চায় প্রতিটি বাঙালি।
বঙ্গের বন্ধু তুমি স্বদেশ প্রদেশ সবারি,!!
শুনে তোমার কথা বুকে লাগে যে হায় ব্যথ্যা,
স্বপরিবারে হত্যা করেছে কেবা?
জানি তুমি কভু আসবে না ফিরে বাংলা মায়ের
কোলে,
ডাকবে না তুমি আর, চিতক্ষার করে স্বাধীনতা স্বাধীনতা
বলে।
আমার ইচ্ছে করে,
গড়তে তোমার স্বপ্নে দেখা সোনার বাংলা।
আউল বাউল জেলে চাষি, মাঝি তোমার নামেই বাঁধে সারি।
ইতিহাসের পাতায় তোমার স্মৃতি ভাসে,
আমি তোমায় খুঁজে দেখী,প্রতিটি বাঙালির হৃদয়ে।
স্বাধীনতার পিছে তোমার অবদান সবচেয়ে বেশী
রয়েছে,
ঋণী অবুঝ বাঙালি তোমার ও কাছে।
বঙ্গের বন্ধু তুমি বঙ্গবন্ধু,
শেখ মুজিবুর রহমান।
.......