........বধু.....
(কবি অজানা রহস্য)
তুমি কোন সে বাড়ির  বধু?
এতো বড় ঘোমটা টানি
আসিয়াছো নদীর  পানে।
এই শীতের সকালে ধুয়াশ লাগে,
যায় নারে ভালো ভাবে দেখা।
সরিয়ে দিয়ে কুয়াশার  ধুয়া
দেখীলো আমার দুটি আঁখি
তোমার ঐ রুপ ক্ষাণি,
আমি ফেরাতে পারি নাকো
নিজের দুটি আঁখি।
পিতলা কলস নিয়ে গো কাখে
আসিয়াসো নদীর ঘাটে,
তুমি কোন সে বাড়ি বধু
বলো আমাকে?
দেখী নাই আগে এই
গায়ে,
আসিয়াছো কার ঘরে বধু সেজে?
বলো আমাকে!
আমি হইয়াছি পাগল তোমার
ঐ রুপে,
আমি জানি না কী বলবো তোমাকে?
ছলছলে তোমার দুটি নয়ন
কেনো আমায় দেখে জলে
ভাসালে!
আমি গায়ের বড় কর্তা
কিছু তোমায় বলবো না।
সুধু বলো আমায়,
তুমি কোন সে বাড়ির বধু।।।।।...