আমাকে হাড়ানোর ভয়ে,,
যে নীশিতে কাঁদে,,,
আমি হাড়িয়ে গেলে,,
সে উচ্চস্বরে  সুখের হাশি হাসে।

চোখে তো ছিলো না ছলনা,,,
বড় মায়া ছিলো,,,,
সে মায়া কেমন করে, হায়"
বিশ্বাসঘাতকতায় রূপ নিলো।

সত্যই আমি বুঝতে পারি নাই,,,
নারীর কমল কথা আর ভালোবাসার পিছে,,,
আমাকে মারার ছক করছিলো বিষে,,
এ বিষ বড্ড জ্বালা দেয় অন্তরে।

বুকে তো নিয়েছিলাম মায়ায় পরে,,
আগুনে ঝলকানো খন্জর আমার বুকেই মারলা,,
আমি কী এমন করছিলাম বলোনা?
মায়া কি ছিলো না অন্তরে আমার!

সাগরে ফেলে খুজো না আমায় মরুর বুকে,,,
আমি হারিয়ে যাবো কোনো এক অজানা দেশে,,,
নারী তোমার চোখের জলেও আমি,,,
আমাকে মারার ফাঁদ দেখি!

কী বুঝাইবা আমাকে আমিই দোষি,,,,