তাদের জীবন দেওয়ার কথা,
ক্ষত হয়ে রবে হৃদয়ে ভুলিবার নয়,
তবুও গর্ভ মোদের বীরের জাতি আমরা,
প্রমান দিয়েছি বার বার।

বৃটিশ পাক স্বৈরাচার  হটিয়েছি,
জীবনের বিনিময়,,
কতো জানা অজানা মুখথুবড়ে পড়েছে,
এই মাটিতে লেখেছে নাম রক্ত দিয়ে।

নিজ ভাষা তবুও ক্রয় করেছি মোরা,
কৃষ্ণ চূড়ার রঙে রাঙিয়েছি দেশ,,
ছরিয়ে পড়েছে নাম বিশ্ব ময়,
এ আমার বাংলাদেশ।

এই আধুনিকতার জীবনে,,
প্রাণ বাচাতে ছুটে লোকে ভীমদেশান্তরে,,,
তখনও বাঙ্গালি  বক্ষ দেয় পেতে,,
দেশের তরে হিংস্র  হায়নার নকের নিকটে।

ভুলিবার নয় কোনো কথা,,
হৃদয়ের পাতায় সব রয়েছে জমা,
হিয়ার অতল গৃহে,
শুরু হতে শেষ এ আমার নতুন বাংলাদেশ।

কতোশত বুক হাহাকার করছে,
সন্তান হাড়ানোর বেদনার  ব্যাথায়,
তবুও তারা খুশি শহীদ হয়েছে  সে,,
মরে গিয়েও বেঁচে  রবে প্রতিটা
বাঙ্গালীর অন্তরে।