আমি চিনি না হিন্দু ,,
আমি চিনি না মুসলিম।
দেশের তরে আমি শুধু চিনি,,
তারা বাঙ্গালী,তারা বাঙ্গালী।

তবে ধর্ম যুদ্ধে তলোয়ার আমিও ধরতে পারি,,,
আমি সাধারণ  অতিসাধারণ  জনগন।
তবে দেশের তরে অসাধারণ  হতে জানি।
আমিও একজন বাঙালি।

আমাকে কেন বলো রাজনীতি বীদ,,
আমি তো রাজনীতি করি না,।
আমি তো দেশের তরে এমন কাজ করি,,
তুমি চাইলে সঙ্গী  হতে পারো আমারও।

আমি ভাসানীর ইচ্ছে পূর্ণ  করার,,
করেছি অঙ্গিকার।
শত শত বাঙ্গালীর মরণ ফাঁদ,,
ভাঙ্গার আমি করেছি অঙ্গিকার।

আমি বাঙ্গালী  আমি বাঙালি,,,
এ দেশ মুসলিমের তবে অধিকার  সকলের।
হুশিয়ার হুশিয়ার হও সকলে,,,
বাঙ্গালী  রক্ত টগবগ  করে দেশের তরে।