হিয়ায় বুঝি পেয়েছে মোর বড্ড ব্যাথা,
তাই তো দু চোখ নীরবে করছে কান্না।
সবাই আমার আপন জন,
আমি আপন নয়তো কারো।
মাতা পিতা ত্যাগি হইয়াছি বড়,
এই ভবসংসার এ।
দেখিয়াছি পাষাণ দেখিয়াছি দয়াবান,
খালি পেটে জল খেয়ে কাটিয়েছি
কতো দিন কাল।
আলো বিহীন এই সংসারে,
ঘুমিয়েছি কতো পথের ধারে।
কেউ তো নেইনি আপন বলে বুকে,
আমি তো আপন বলি সবাইকে।
শীতের রাতে উলঙ্গ হয়ে কাপিয়াছি কতো,
কেউতো একখানা গরম লেবাছ দেয়নি।
খুদার জালায় ঘুম তো আসেনি কতো
সতো রাতে,
কেউ তো একটু আহার মোরে দেয়নি।
আমার দুঃখের কাহিনি আমি বলবো
কার সনে,
আপন বলে কেউ তো নেই আমার
এই ভবসংসারে।
আমি তো আপন বলি সবাইকে,
আমাকে আপন বলে কয় জনে।
ওহে খোদা কেন এতিম করে পাঠাইলা?
আজ নীরবে করি কান্না,
জানি মওলা তুমি ছারা কেউ শুনবে না।
কতো জনে কতো কথা বলে,
হিয়া ভেঙ্গে ফেলে কথার ছুরি দিয়ে।
কই তাদের তো কিছু বলি না,
তবে কেন আমায় তারা সয্য করতে পারে না?
বলো খোদা ওরা মানুষ আমি মানুষ না,
এতিম বলে কী কেউ মানুষ বলবে না?
হাসিয়াছি কবে নেই তো সরণে,
কাদিয়াছে সতত এই ভবসংসারে।
কারণ আমি এতিম এই দুনিয়াতে,
না খেয়ে থাকিলে কেউ জিগায় না মোরে।
ও খোদা তোমার ধুলির ধরায়,
আমি যে বড্ড একা।
কলিজায় লাগে বড্ড ব্যাথা,
কেন এতিম কইরা পাঠাইলা।
এই এতিম এর কান্না,
খোদা তুমি ছারা কেউ শুনবে না।
সবারি তো পর আমি,
আমার আপন তো সবাই।