★শান্ত গাঁয়ে নদীর কুলে,,
হ্যলান দিয়ে হেজল গাছে,
শুয়ে আছে এক বুড়ো।
ঝরছে পানি কপল গড়িয়ে,
তাই দেখে আমি জিগাই কৌতুহলে,
ও দাদা,ভর দুপুরে হেজল তলাতে
কেন করছো কান্না!
কোন সে বী রোহে?
★কহিলো চাহিয়া নয়নও মিলিয়া,
হিয়ার ঘরে পুরোনো স্চৃতি
কড়া নারে দরজায়!
হই হুল্লায় ভরে ছিলো গাঁ,
কই গেলো সেই দিন?
রঙ্গিণ শৈশব হারিয়ে গেলো,
সংসারের কালো মেঘে।
★সম বয়সি সবে মিলো কতো
সময় কাটিয়েছি এই না গাঁয়ে,
হারিয়ে গেছে সেই সব সময়,,
কালের কাছে মানিয়াছে হাড়।
কেহো গিছে চলে,
সংসারের মায়া কেটে
পরপারে।
কেহো আছে পরে
বিছানার কলে,,
কেহো এখনো টানে ঘানি
সংসারের লাগি!
★ছোট কালে কতো ছুটাছুটি
করতাম খালি পায়ে,,
গাঁয়ের মাটির পথ ধরে।
মাটির পথ পরিয়াছে চাপা
ইট পাথরে এখনে,,,।
কুচি কাচা গুলোর
আধুনিকের ছোয়া লাগিছে।
বন্ধী করছে তাদের ঘরের কনে,
এখন আর হুই হুল্লার
হয় না গাঁয়ে,,।
★কই গেলো সেই দিন?
ভাবছি তাই!
না চাহিতেও কপল
গড়িয়া পরিছে পানি।
যদি আবার ফিরে যেতে
পারিতাম,,
হায়''
সেই ছোট কালে,,,
মায়ের কলে!