ও ভাই বলো না, আপন কোন জোনা?
দম ছারিলে, এই ভুবনের সবকিছু
তোমার পর হইবে।
সূর্য  মামা ঢুবিলে পশ্চিম   দীগন্তে,
নিজের ছায়াও সঙ্গ ছারিবে।
রাত্রি মাঝে চাদের জোস্না যদি,
মেঘের কাছে হয়রে পরাজিত।
আধার রাতে পথ হারাবে,,
সঙ্গে কেহ থাকবে না।
বলো না আপন কোন জোনা?
গাছের পাতা ঝরে যাবে,
বসন্তের ও আগে।
পিতা মাতা থাকতে ভবে,
তুমিও যায়তে পারো না ফিরার ঐদেশে।
যাবার কালে  কাঁদবে যে জন,
ভাবছো তারাই তোমার আপন জন।
দেখিলে দুজনের আখিতে অশ্রু জল,
পাড়াপতিবেশীর  চোখেও ঝরিবে জল।
তাই বলে কী তারাও আপন জন তোমার?
মায়ায় পরে তোমার লাগি কাঁদবে,
দু, চার দিন জগৎ বাসি।
বলো না আপন কোন জোনা?
মালাকুল মাউত দেখিলে,
নিজের দেহ ও সঙ্গ ছারবে।
উরে যাবে জীবন ভর পুসলা যে পাখিরে,
সোনার  পিন্জিরায়।
বলো না আপন কোন জোনা?,,,