এসে গেছে শীত,,,,
কুয়াশার চাঁদর মুরি দিয়ে।
গুটি গুটি পা ফেলে,,,,
এসে দাড়িয়েছে হেমন্তর দুয়ারে।
রাতের শেষ প্রহরে,,,
শীত লাগে যে শরীরে বড্ডবেশি।
ভোরে উঠে দেখি,,,,
চারিধার ঢেকে গেছে কুয়াশার চাঁদরে।
এই ইট সুরকির নগরে,,,
তবুও শীত লাগে বন্ধ নীড়ে।
কী করে আছে তারা গ্রামগঞ্জে,,
এসেছে খবর শীত পৌঁছে গেছে বহু আগে।
কারো জন্য এনেছে শীত,,,,
নানা রঙের পিঠা আনন্দ উৎসব।
কারো জন্য এনেছে সে,,
মরণের তীব্র যন্ত্রণা।