হারিয়ে ফেলেছি আমি, তোমায় পাওয়ার আশা।
আমি এখন হবো নীড় হারা,।
যায় ’যাক জান প্রাণের প্রাণ,
দিন শেষ তোমার খোজে আসবো আবার ফিরে,
এই আশাটি করিওনা আর,হবে নিরাশা।
চেয়েছিলাম তোমায়,দিয়েছিলাম সময়,
ঘুরিয়াছি পিছে,তাকাওনি ফেরি,বলছো
সব মিছে।
এখন,
সংসারের ধরিবো হাল,সরণে রেখো সময় চলোমান,
থাকবো নাকো থেমে,তোমায় পাবো না বলে।
দারাবো ঘুরে,চলিবো সিনা ফুলিয়ে, মাথা উচু করে,
জয় আমারই হবে,হয়তো কষ্ট ক্ষাণিক হবে
তোমায় পাবো না বলে।
সকল কষ্টের মাঝে সুখের হাসি হাশিবো,
সংসারের সুখ দেখে।
এখন,
কইবো নাকো কথা আর তোমারও সনে,
বারাবো নাকো মায়া তোমারও লাগিয়া।
তোমায় পাবো না বলে, যাবো নাকো মরে,
বাঁচিবো আমি,তোমায় ভুলে।
ভালোবাসা চিরোস্থায়ি নয়,ক্ষণিকের দুনিয়ায়
সবই অভীনয়,বুঝিয়ে দিলে তুমি।
এখন,
বলছি আমি রনি ভেবে,
যখন যাবো চলে,নীড় মমতার মায়া ছেরে।
ধলির ধরায় রইলাম তো জন্মো ভরে,
একটি বার ডাকিলাম না ভালোবেসে!
সেই খোদাকে, যিনি বানায়লো মোরে,
কী করিবো ঐ মাটিরি ঘরে যেথায় থাকিবো পরে!
সময় তো কিছু ফুরালাম তোমারও পিছে।।।
এখন,
পরিছে মনে, তোমায় ভালোবেসে,
সব থেকে দামি জীনিস হারালাম মিছে।
তুবোও আমি খুশি তোমায় পাবো না বলে,
এখনি বুঝেছি,নয়তো বা হারিয়ে যেতো মূল্যবান
কিছু সময় তোমারও লাগি।।
নয়তো বা পরে আপচোছ করিতাম,
জীবনের বেশি সময় ফুরাইয়া।।।