নির্ঘুম রাত কেটেছে কি কখনো তোমার
অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে?

কখনো কি ভেবেছো সে কেমন আছে?
মনে কি পরে বালিশে মুখ লুকিয়ে রাতের পর রাত নির্ঘুমে কাটানো প্রেম আলাপনে_

তোমারই আশায় বুনেছিনু এ হৃদয়ে ভালোবাসার জাল, বেধেছিনু বিশাল অট্টালিকা।
যার প্রতিটি দেওয়ালে স্বর্ণ খচিত শুধু তোমারই নাম লেখা।

আজো কেটে যায় রাতের পর রাত নির্ঘুম  
কলমের কালি আছে তেমনি ধরা।

দু চোখের পাতা হইতে চায় না এক
মন যে বলে স্মৃতির পাতা খুলে দেখ।

কতদিন ঘুরেছি দুজনে এক সাথে প্রহরের পর প্রহর
কাঁধে কাঁধ রেখে দেখেছি ভালোবাসা চন্দ্র, তারা, গ্রহর।

সত্যি বলতে পথের পানে আজো বসে আছি একা
আশায় মেলিয়ে দু চোখ
এই বুঝি পাবো তোমার দেখা।


আজো নির্ঘুম কেটে যায় বহু রজনী
লিখিতে লিখিতে কখন যে চোখ মুছিল তর্জনী।