মনে আছে কি তোমার?
কক্সবাজারের লোনা পানিতে আমার বুকে ভেসে বেড়ানোর কথা?

মনে পরলে আমার বুকের বা পাশে আজো-- করে ওঠে ব্যথা।

মনে পরে কি উত্তপ্ত বালুর উপরে খালি পায়ে দৌড়ে বেড়িয়েছি--
ভেজা বালুতে খুচে খুচে ঝিনুক কুড়িয়েছি।

বলেছিলে তুমি যেন দেখা করি তোমার বাড়িতে -
এক মাস পর দিয়ে ছিলাম পাড়ি উঠে পরি গাড়িতে।

খুলনা থেকে ঘণ্টা পনেরো পরে
পৌঁছে গেলাম তোমার দ্বারে।

দীর্ঘ জার্নির পরে শরীর আমার বেজায় ছিলো ক্লান্ত
ঘর্মাক্ত শরীরে তোমার ছোঁয়ায় শরীর হয়ে গেলো শান্ত

ইস! সে কি লজ্জা সকলের সামনে একে দিলে চুমু আমারি গালে
তুমি দিবে না? বললে আমায় চুমুর তালে তালে।

রজনী করিলাম পাড় --

সকালে উঠে - ডান গালে দেখি মস্ত একটা দাগ
সকলেই বললো কি হয়েছে গালে
মশা বসে ছিলো সজোরে থাবা দিয়েছি ঘুমের তালে।

তুমিও হাসো আমিও হাসি ঠোঁটের কোনায় লুকিয়ে
সকলের সামনে নাশতা করলাম মাথাটা আমার ঝুকিয়ে

তিন দিবস পরে
ফিরিলাম নিজের ঘরে-
হইত কথা ফোনে
দাঁড়িয়ে ঘরের কোণে।

ধীরে ধীরে করেছো পর
শূন্য আবার মনের এ ঘর।

তিন বছর হলো পাড়
একটু কি খোঁজ রাখো?
কতদিন খোলো না চ্যাটবুক
একটু খানি দেখো।

সৃতি গুলো আড়ালে
যাইনি তো ভুলে,
আজো ভাবি সেদিনের কথা
বসে নদীর কুলে।

ভুলে গেছো তুমি
ভুলিনি তো আমি--
তোমার কাছে না হলেও,,,
সম্পর্কটা আমার কাছে দামী।

জানি মানবে না এ বাঁধন কেহ
সমাজ করবে পদে পদে হেয়,
তাও থাকবো অপেক্ষায়
জীবন না হয় থমকে দিব ত্যাগ তিতিক্ষায়।

বিশ্বাস করো ----

যখন মনে পরে পুরনো কথা
বুকের বা পাশে করে ওঠে চিন চিন মারা ব্যথা।