ভালোবাসি তোমার পানে অপলক চেয়ে থাকা,
চাঁদমাখা এই মুখটি নিয়ে রঙিন স্বপ্ন আঁকা।

ভালোবাসি তোমার ঠোটের মিষ্টি-মধুর হাসি,
ছোট্ট কুটির সাজাই মনে প্রেমানন্দে ভাসি।

ভালোবাসি তোমার মনের অবুঝ যত কথা,
সরল কথার বাঁকে বাঁকে তোমার ব্যাকুলতা।

ভালোবাসি দূর দেশেতে তোমায় নিয়ে চলা,
চলতে চলতে অকারণে হঠাৎ থেমে যাওয়া।

ভালোবাসি তোমার করা ছোট্ট ছোট্ট ভূল,
ক্ষুণসুটিতে মন রাঙাতে  কৃষ্ণচূড়া ফুল।

ভালোবাসি তোমায় প্রিয়,সুহৃদে করি পালন,
ঝিনুকের ভিতর মুক্তা যেমন যত্নে হয় লালন।

ভালোবাসি  অন্তরালে হারাতে আমার মন,
তোমার মাঝে খুজে নিবো সুখের বৃন্দাবন।

ভালোবাসি তোমার মাঝে একাকার হয়ে যাওয়া,
ইচ্ছ ঝুরির ফুলকুঁড়িতে তোমায় সদা পাওয়া।