শ্যামকন্যা,
ভালো আছো?
দেখো হঠাৎ ঝড় হাওয়া বইছে,
আকাশ ছেয়ে গেছে মেঘে।


কি?
ভালো আছো?
দেখো মেঘ, বৃষ্টি আসবে
পৃথিবী তমাল অন্ধকার।

পাগলী,
ভালো আছো?
দেখো বিজলী চমকানো আকাশে,
কেমন ঘনঘটায় বিদুৎ স্ফুলিঙ্গ ছড়াচ্ছে।

তুমি
ভালো আছো?
শুনছো মেঘে মেঘে ঘর্ষনের কি আওয়াজ?
যেন শ্বাশত প্রেম।

এই
ভালো আছো?
তুমি  প্রকৃতি দেখো,
অনুভব কর বসন্তের দক্ষিণা হাওয়া ?
শূন্যতায় যেন সারক্ষন শিহরণ জাগায়।


তুমি  দেবীসত্তা হয়ে জ্বালাও অগ্নি,
পুড়ে ভস্ম কর দেহ, বিদগ্ধ কর মন,
সবদেহ অঙ্গার করে  বানাও শ্মশান।
তুলো ঝড়,ঝরাও বৃষ্টি,
অভিরাম বর্ষণে বর্ষণে আমি ক্লান্ত।

রঙ্গলীলায়,
আজো তোমাকে মনে পড়ে শ্যাম কন্যা।

অভিমানী,
তুমি ভালো আছো?