তোমরা মানুষেরা অদ্ভুত
নানান রূপের, নানান বর্ণের
নানান জাতের ,নানান ধর্মের।
তোমরা বাধ্যগত নও,
প্রাকৃতিকভাবে
ভাবে স্বাধীনও নও,
তোমাদের মগজের শ্রুশুষা,
চিন্তাশক্তি
অন্যদের চেয়ে প্রখর।
তোমরা মাংসপিন্ড ও হাড়ের দেহ
কাঠামোতে
বইয়ে বেড়াও সভ্যতা।
হৃৎপিন্ডে
বইয়ে বেড়াও প্রেম,ভালোবাসা,
ভাতৃত্ব,মমতা।
আবার
তোমরাই হিংসে,ক্রোধ, কর্পোরেট
ইত্যাদি বইয়ে বেড়াও।
মনুষী,,দার্শনিক, চিন্তাবিদ,বিজ্ঞানী,গুনি
তোমরা বিখ্যাতজন।
আবার
তোমরাই ঘাতক,দালাল,পিশাচ, খুনি,
শয়তান! তোমরা অধম।
তোমরা সভ্য,তোমরা সুশীল
নও বোধজ্ঞান হীন।
তোমরা সঙ্গীনি প্রিয়,
নও প্রানীকূলের মতো অবাধ।
তোমরা সামাজিক জীব।
তোমরা অসভ্য। তোমরা উগ্রবাদী
অন্য দশ, বারো প্রজাতির প্রাণীর ন্যায়
তোমরা ব্যভিচারী, তোমরা সমকামী।
তোমরা পোশাক, সভ্যতা এবং
সংস্কৃতি দ্বারা লালিত
তোমরা মার্জিত। না হয় বর্জিত।
কাঠামোতে শুধুমাত্র মিল খুজে পাই,
কষ্ট লাগে মানুষ দেখি মনুষ্যত্ব নাই।
ভালমন্দে জগত মিলে তাই।
পর্ব: কর্ডাটা, শ্রেনী: স্তন্যপায়ী হলে
হোমো-স্যাপিয়েন্স হওয়া যায়,
মন,মনুষ্যত্ব, বিবেক থাকিলে মানুষ মিলবে ভাই।