তোমারে মমচিত্তে আর ভাবা হয় না,
তোমারে করিনা আগের মতো বন্দনা।
তোমারে সাঁজাই না মনো কুটিরে,
তোমারে ডাকি না ওই পূজোর মিছিলে।
তোমারে ভূলিয়া আমি কেমন করে রই,
তোমারে ভূলে থাকা যে আমার পাপ।
তোমারে ব্যতিত জীবন আমার শুধুই হতাশার,
তোমারে ছাড়া মন আমার রুক্ষ কারাগার।
তোমারে মান্য করে যারা,তারাই দামি,
তোমারে ভূলিয়া থাকি বলে, ভূল পথে আমি।
তোমারে ভূলে থাকা যে আমার পাপ।
তোমারে ছাড়িয়া মত্ত হইলাম পার্থিব দুনিয়ার,
তোমারে নিকট ঘুরি হইয়া উড়ি নাহি পারি বুঝিবার।
তোমারে দরজায় চাইনা কিছু, অথচ সবই তোমার;
তোমারে আড়াল করে রাখি ,অথচ তুমিই খালিক,
তোমারে কাছে চাইনা পেতে , অথচ তুমিই মালিক।
তোমারে দ্বারা লালিত-পালিত এই মহা বিশ্বসংসার,
তোমারে ভূলিয়া চাইনা,আমি এদেহের সৎকার।
ক্ষমা কর হে মহান
তোমারে ভূলে থাকা যে আমার পাপ।