প্রিয় সন্ধ্যা নেমে আসে কোল বেয়ে আমার
প্রিয় আধারে মুখ খানা চেনা যায় না।
দুর গন্তব্যপথে ঘোর অমানিশা,
তবুও থামাতে চাই না এই যাত্রা।
প্রিয় প্রতিটি রাত কাটে এলোমেলো
প্রিয় সারাক্ষণ হয়ে থাকি অগোছালো।
জীবন সূচনা হতেই আমি পরিবর্তনশীল,
প্রমান আমার বেড়ে উঠা মাটির দেহ।
প্রিয় সকাল নিশীথের ঘোরে বিলীন
প্রিয় প্রতিটি দিন হাতছানি দিয়ে চলে যায়।
আমি মগ্ন থাকি বন্ধুয়ার সায়রীতে,
দগ্ধ অনুভূতি জন্মায়, মনস্থির করি লক্ষ্যে।
প্রিয় বীরদের দুর্জয় আমার অনুকরন নহে
প্রিয় সঙ্গীর নেশা মোহ আমি যেন ঘুমন্ত আগ্নেয়গিরি
আমি প্রতিটি পদক্রমে বাধা পড়ে আছি।
আমার পথচলা ধীর, তবুও লক্ষ্য অটুট উদাসীন।
প্রিয় প্রভাতের বাঁশি তবুও বাজে মনে
প্রিয় রৌদ্র ঝলমল হাসি ফোটে যেন প্রাণে,
আমার হীন বেখেয়ালী গ্লানি মনে, বিধাতা যেন
বসন্ত দ্বার খুলে, জ্বলে উঠুক ভোরের সূর্য।