প্রিয়তমা।
যদি ভালোবাসো।
আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবো,
পাবো তবে নীলকান্তমণি।
সমুদ্রের তীরের,
বালুচরে দাঁড়িয়ে,
জ্যোৎস্না  স্নানে ভিজবো।
ভালোবাসায় তোমাতে জড়িয়ে,
সেই শুক্লা প্রহরে,
তোমাতে বিভোর হবো।

প্রিয়তমা।
যদি দূরে সরে যাও,
আমার নিশি জাগরণের কাব্য হবে তুমি।
নিশীথ অন্ধকারের
এই শহরের দাঁড়কাক হবো।
বর্ষণ মুখর রাতের মতো
নিরবে অশ্রু  ঝরাবে আঁখি।
স্মৃতি করাল আঘাতে
বিদীর্ণ হবো, বুঝছো পাখি।

প্রিয়তমা।
যদি ভুলে যাও,
কিংবা ভুলার ভান করো কোন ছলে,
কুচি কুচি করে কেটে ভাসিয়ে দেব
রোমান্টিক কোন নদীর জলে।