একটা রং পেন্সিল হইও
না হয় একটা রঙিন কাগজ ;
পাল তোলা নৌকা হইও
না হয় একটা পতেঙ্গা ঘুরি;
পদ্ম দীঘির জলে ভাসিও
না হয় উড়িও আকাশ জুড়ি।
একরাশ বর্ণালীর বাতি হইও
না হয় একটু বর্ণীল আলো;
রঙ্গমঞ্চে জ্বালাইও ঝিলিক
না হয় উৎসবে আলোক সজ্জা;
দীপাবলিতে ঘটাইও বিচ্ছুরণ
না হয় বাসরে সাজাইও ফুল শয্যা।
তাল পাতার বাঁশি হইও
না হয় শুকনো পাতার নুপুর;
স্বপ্ন রঙিন তান বাঁধিও
না হয় সুরে বাঁধিও ভায়োলিন;
তুমরি সুরে মন দোলাইও
না হয় মরমে বাজাইও অমলিন।
শেষ বিকালের কোকিল হইও
না হয় মিষ্টি পাখির গান;
রঙিলা নায়ের মাঝি হইও
না হয় হইও পাখির কলতান;
গল্প পুঁথির আড্ডা হইও
না হয় হইও জলের গান।
নিভু নিভু পিদিম জ্বালাইও-
ভাবি আমায় সারানিশি,
না হয় আমায় নিয়ে নীড় বাঁধিও
ওগো প্রাণের পড়শী।