নিশ্চিত ভাবে বলা মিথ্যার  কাছে
নির্মম সত্য চাপা পড়ে,
বিবেকের  দরজায় মুখোশ পরা
প্রতারণায়  প্রাসাদ গড়ে।

সরলকে আজ  দুর্বল মনে করে
অপমানে মারে মান,
সাধুকেও আজ  চোর সাজিয়ে
কেড়ে নেয় জান।

মিতভাষী মানুষ গুলোর
বলার নেই অধিকার,
গলাবাজির দালালরা
গরম দেখায় ক্ষমতার।

রাজনীতি আজ চরম তুঙ্গে
ক্ষমতার টিকার লড়াইয়ে,
নির্বাচন কমিশন পরিচালনা করে
ভোট কারচুপিতে জড়ায়ে।

দুদকে আজ দমন  মুছে
হয়ে গেছে দুর্নীতি কমিশন,
অপরাধী আজ ঘুরে বেড়ায়
উপর থেকে আছে পারমিশন।


সামাজ টা আজ রসাতলে
যেখানে সেখানে ধর্ষণ,
মাদক  থেকে মুক্ত হতে
করছে গুলি বর্ষণ।

ডিজিটাল বইয়ে স্বদেশ
উন্নতির আজ শিখরে,
সকাল বিকাল ফেবুতে আড্ডা
সময় যাচ্ছে কি করে!

নিজস্ব সংস্কৃতি সত্তা ভূলে  আমাদের
চলনবলন আজ বিদেশের,
আমাদের কি নাই কোন প্রচলন রীতি,
নিজ মাতৃভূমি এই স্বদেশের?

ধর্মকে আজ আঘাত করে
সৃষ্টি করে গোঁড়ামির,
ভণ্ড  লোকের স্বার্থ  হাসিলে
করছে তারা চোরামি।

আমার দেশের নবীন চাষা
হয়ে যাও তোমরা হুশিয়ার,
সোনার স্বদেশ গড়তে তোমরা
দাও নতুন দিনের অঙ্গিকার।