মহীলতার বিণৎ দরিদ্র কুটিরে,
কিংবা অট্টালিকার স্বর্ণমন্দিরে,
যাপিত প্রেম প্রণয়িনীর-
স্বপ্নলোকের আঁখিডোরে,
যদি মোরে রাখে মায়া মমচিত্তে।
মনোমন্দিরের হৃদকুটিরে নিভৃতে যতনে,
যদি মালা ঝপে আমার নামে।
দেহে শক্ত মেঘের প্রাচীর সরিয়ে,
সরলা সে যদি বরণ করে আমায়।
আমি খুঁজি সেই প্রেম প্রেয়সী;
যে তার ম্রিয়মান হাসির বিনিময়ে
জয় করে নিবে পুরো পৃথিবী।
সে তো পাগল হবে,
আমারি পিয়ানোর মধুর টানে,
কি যে আকর্ষণে ছুটে আসবে মুগ্ধমনে।