সূর্য তারে রোদ্রে পোড়ায়,
মেঘে তাহার সুখ।
বৃষ্টি তারে জলে ভেজায়,
আপন ঘরে দুখ।
সন্ধ্যাবেলায় পুথির থলে,
মেলে দুটো গল্প করে।
অমাবস্যায় ঘোর অতলে,
ভয়ে নিশীথ ঘুমে ধরে।
চাঁদের আলো পেলে পরে,
জল জ্যোৎস্নার প্রেমে মরে।
শেষ রাত্রির শুকতারা,
জ্বলে একা সঙ্গীহারা।
ক্লান্ত মনে কারে খোজে?
কাটায় প্রহর চক্ষু বুঝে।
বিষাদ সুরে গানের হ্যাপা
নিদ মেয়ে ডাকে ক্ষ্যাপা
ঘুম জাগরণে খুড়ে ,
পোড়ায় ডোবায় প্লাবনে।
স্বপ্নগুলো উড়ে উড়ে,
ধোঁয়ায় খোয়ায় লোবানে।
রঙ পেন্সিলের সরু মুখে
তুলি দিয়ে ছবি এঁকে।
সাজাই মন ক্যানভাসের পাতা,
ভাঙাগড়া জীবনের কথা।