কেমন করে বলবো ,
তুমি আমার কে?


কেমন করে বলবো।

তুমি হৃদয়ের গীত,
তুমি জীবনের সংগীত।
তুমি সুরের রাগিনী,
তুমি রূপের নাগিনী।
তুমি রাতের ঘুম,
তুমি কল্পনার চুম।
তুমি উত্তর,
তুমি দক্ষিন,
তুমি ওপর,
তুমি নিচ।
তুমি কান্না,
তুমি হাসি,
তুমি দিন
তুমি রাত্রি
তুমি সবখুশি।


যে দিকে তাকাই,
তোমাকে খুজে পাই।
তুমি মোর প্রাণে,
তুমি সবখানে।


কেমন করে বলবো ,
তুমি আমার কে?

কেমন করে বলবো।

তোমার যে বদন
চন্দ্র দর্শানো গগন,
তোমার যে রুপ
চন্দনের শোভা তদ্রূপ
তোমার আঁখি টলমল
যেন পদ্মপাতার  জল
তোমার মাথার চুল
জাগায় নেশা ভূল


শীষের যেমন আগুন
ফুলের যেমন রং
নদীর যেমন চলন
তৃণের যেমন বলন
যেমনি যৌবনা পৃথিবী
তুমি ষোলর বাসন্তী



কেমন করে বলবো,
তুমি আমার কে?

কেমন করে বলবো।

তুমি জিন্দেগী,
তুমি  বন্দেগী,
তুমি  আলো,
তুমি রওশনি,
তুমি মঞ্জিল,
তুমি   মন্দির,
তুমি সন্ধ্যােতারা,
তুমি   সুখতারা,
তুমি আকাশ,
তুমি বাতাস,
তুমি স্পর্শে,
তুমি অনুভবে।
তুমি সবি,
তুমি দেবী।