যেখানে আমার পদচিহ্ন পড়ে নাই ;
আমি এমন বিরান ভূমি ভেবে ভেবে
কত বিক্ষিপ্তচিত্তে বিরহ জমাই বুকে।
দূরপানে কতশত রঙ রঙা দিগন্ত দেখে,
স্বপ্ন শিখা করি লালন;
অন্ধকারে নয়ন জ্বলে দুখে।
আমি ভেঙেছি আমারে,
নিজের অজান্তে দগ্ধ করেছি ক্ষত;
অঙ্গার হবো আর কত! আর কত!
মানবআত্মার পেতাত্মা দেখেছি
হিংস্র জানোয়ারের মৃগয়ার মত;
জ্বলবে দাবানল আর কত! আর কত!
বিদূষণীর নগ্নগাত্র খাবলে দিতে দেখেছি
কুকুর শৃগালের থাবার মত ;
নগ্নদেহের পূজা আর কত! আর কত!
প্রবল যন্ত্রনায় আতকে ওঠে আধার।
রামলীলাতে দেখি কত খেল;
বাজাবি কিরে ছুটির ঘন্টার বেল।
কত আদল ভাঙে এই বক্ষঃস্থলে
নিজেরে মারিলাম কতবার;
প্রবৃত্তিগুলোর মৃত্যু হয়েছে যতবার।