স্থান, কাল, পাত্রভেদে আমারে জায়গা করে দাও,
দুর্নিবার আমি, রুখবে কে আমায়? কথা মেনে নাও।
আগামী দিনের নব পথিকের নিরাপত্তা যদি না নাও,
নিষ্পাপ এই পথিকের পথ তুমি বন্ধ করে দাও।
ব্যাভিচারীরা যদি নষ্ট ভ্রুন লালন করে নির্দ্বিধায়,
ছিঃ ঘৃনা করি তোদের নির্লজ্জতাকে;
দেখিতে চাইনা নিষ্পাপ নবজাতককে ড্রেন-নর্দমায়।
বনে জঙ্গলে পরে থাকে যদি, ধর্ষিতা বোনের লাশ,
ভীতু হয়ে নাহি কাতরাশ;
নরপিশাচ কে বধ করে পেল,করে পেল সবাই গ্রাস
সমাজ সংস্কৃতিতে নতুন করে যেন কীট না জন্মায়;
সজাগ থাক, দেখবি আর কোন পোকা কাটবেনা ফসল-
এই সোনার বাংলায়।
দুর্নিবার আমি,দুর্নিবার তুমি, আগামীর শপথ নাও,
যালিমের যত যুলুম, জোর-শক্তি ধ্বংস করে দাও।
আইনীয় সব দন্ডবিধিতে অপরাধীকে শাস্তি দাও,
দুর্নিবার আমি, রুখবে কে আমায়? কথা মেনে নাও।