ভাল থাকে মন..ভাল থাকার ঘরে,
ভাল থাকে মন...ভাল থাকার অন্তরালে..।।

ভাল থেকো..ভাল থেকো..

ভাল থাকার অন্তরালেই ভাল থাকার মাঝে
বিরাজমান কোন হীয়ার মাঝে..
ভাল থাকার হোক সবার এই ভাল থাকার মত..।।

ভাল থেকো..ভাল থেকো..

শহর-বন্দর হয়ে কোন বন্দরে
দূর হতে সাগর তীরে
মহুয়া বনে অথবা কেয়া বনে
কোন নাম না জানা দ্বীপে
তোমার আপন আলোয়..।।

ভাল থেকো..ভাল থেকো..

কাশফুলে বয়ে যাওয়া বাতাসে
হিরণ-পয়েন্ট থেকে সুন্দর বনে;
বেয়ে যাওয়া নৌক-পালে
জ্যোস্না আলোয় তোমার বুকের মাঝে..।।

ভাল থেকো..ভাল থেকো..।।

লেখার সময়কাল-২৮-অক্টোবর-২০১২