সন্ধ্যা পার করে আমি হেটেছি বহুদূর..

চৈত্র শেষ হয়ে এলে তোমায় পাবে আগামী ভোর..

লাল শাড়ীর ভাঁজে-ভাঁজে..কখোন'বা ওড়ণাতে,

পান্জাবী আর লুঙ্গির আবরণে..

বার-ভূইয়ার এই দেশ আবার আলোকিত হবে..

বৈশাখী শান্তির সাদা পায়রা হয়ে উড়বে..।।