ইচ্ছে করে গুড় মরিচে দিয়েছি হাত ভরে
ইচ্ছে করেই বাতাবি লেবুর রস টা দিয়েছি চোখে
আমি শহর নামান্তরে চলেছি তোর সাথে।।
বৃষ্টির ফোটা এসে যখন চোখ জুড়িয়েছে আমার
আমি নিশ্বাস নিতে উঁচুতে উঠবো,
তখন তুই ধোঁয়ায় দিলি উড়িয়ে।
সমুদ্রের ভারী কান্না এদিকে আসে না
তখনই আসে যখন আর চাপ সহ্য করা যায় না
সহ্যের সীমানা ছাড়িয়ে নিম্নচাপ হয়ে ওঠে,
সেই থেকে এসিড বৃষ্টি আমার বুকে ঝরে।
সবুজ সমারোহ তোর ড্রোন দিয়ে ধরা দেয় না
ধরা দেয় অক্সিজেনের উপরের আবহাওয়া যার ধোঁয়ায় বিষাক্ত হয় বাতাস।
ভালোবাসার নামে চলছে সমূহ মিথ্যে অলংকার,
অরণ্য হারিয়েছে নদীর বাঁকে তোরা বোকা রয়ে গেলি আরেকবার।
নদীও হারিয়েছে তোর শাসনে,
অবাঞ্ছিত ঘোষণা হয়েছে আমার শাখা প্রশাখা
তবু কাঁদিনি আমি দিইনি অভিশাপ,
তোরা তোদেরই কর্মের ফলাফলে আজ নিশ্চিত টানে নিঃশ্বাসে কষ্ট পানে,
ওরে বোকা আমি শহর বলছি তোকে।।
© mdrazib-01/2023
অনেক শুভেচ্ছা ও শুভ সকাল, প্রিয় কবি।